Web Analytics

মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে ফের সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে সংঘর্ষ। বেপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে হওয়া এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট এবং পুলিশের গাড়ি। এমনকি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে। সোমবার দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ইউএনও মো. মাহফুজুল হক। সোমবার সকালে পুলিশ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দুই হাজার জনকে আসামি করে মামলা করেছে।

Card image

নিউজ সোর্স

দুই দিনের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহতের পর ১৪৪ ধারা জারি

মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে ফের সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। উপজেলা সদরের বেপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে হওয়া এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট এবং পুলিশের গাড়ি। এমনকি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।