Web Analytics

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেছেন, ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে পারবে না, তবে বিশ্বাস করি অন্তবর্তীকালীন সরকার অর্থপূর্ণ কার্যকর নির্বাচন দেবেন। তিনি বলেন, ভালো নির্বাচনের জন্য ইসির জবাবদিহিতার বিধান থাকা দরকার। সাইফুল হক জানান, কমিশনের কাছে ৩১ দফা লিখিত সুপারিশ পেশ করা হয়েছে। ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনও পাবলিক করেননি। আমরা বলেছি, এক তরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলা-পরামর্শ করে যদি প্রণয়ন করেন তাহলে এটার একধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে। সবার সাথে পরামর্শ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথাও বলেন তিনি।

Card image

নিউজ সোর্স

RTV 22 Apr 25

ফেরেশতা বসিয়ে দিলেও ইসি ভালো নির্বাচন করতে পারবে না: সাইফুল হক

ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন (ইসি) ভালো নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ভালো নির্বাচনের জন্য ইসির জবাবদিহিতার বিধান থাকা দরকার।