রুপার দাম আউন্সপ্রতি ৪০ ডলার ছাড়াতে পারে
বিশ্ববাজারে রুপার দাম আগামী মাসগুলোয় আউন্সপ্রতি ৪০ ডলার ছাড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপ। চাহিদা বাড়ার পাশাপাশি সরবরাহ সংকট মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে ব্যাংকটি জানায়, আগামী তিন মাসে রুপার দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৪০ ডলারে। এর আগে দেয়া পূর্বাভাসে যা ছিল আউন্সে ৩৮ ডলার। খবর মাইনিংডটকম।