Web Analytics

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় দুই হাজার সমর্থক রবিবার কারাকাসে বিক্ষোভ করেন। তারা যুক্তরাষ্ট্রের বাহিনী কর্তৃক আটক হয়ে নিউইয়র্কের কারাগারে থাকা মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি জানান। বিক্ষোভে মাদুরোপন্থি আধাসামরিক সদস্য ও মোটরবাইক আরোহীরা যোগ দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল লাল, নীল ও হলুদ রঙের জাতীয় পতাকা। এক প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, আরেকটিতে ছিল ‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার প্রতি ইঙ্গিত করে।

আজ সোমবার মাদুরোকে নিউইয়র্কের আদালতে ‘মাদক সন্ত্রাসবাদ’-এর অভিযোগে হাজির করা হবে, যা কথিত কোকেন পাচারের সঙ্গে সম্পর্কিত। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, মাদুরোর নিরাপত্তা দলের বড় অংশকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, সঙ্গে সামরিক ও বেসামরিক লোকও নিহত হয়েছে। চিকিৎসকদের এক দল জানিয়েছে, প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

এই বিক্ষোভ মাদুরোর সমর্থকদের ক্ষোভ ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে তাদের প্রতিবাদের প্রতিফলন ঘটায়।

05 Jan 26 1NOJOR.COM

কারাকাসে মাদুরোর মুক্তির দাবিতে দুই হাজার সমর্থকের বিক্ষোভ

নিউজ সোর্স

‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১: ৫৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১২: ৪১
আমার দেশ অনলাইন
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে প্রায় ২ হাজার সমর্থক গতকাল রোববার কারাকাসে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রের বাহি