Web Analytics

সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, সাধারণভাবে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের কারণে দুবছরের বেশি সাজাপ্রাপ্ত হন তাহলে ট্রেডিশনালি তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তিনি বলেন, ‘তবে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের কারো বিরুদ্ধে যদি মামলার চার্জশিট হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। যদিও সাধারণ নিয়ম হচ্ছে একটা লোকের বিরুদ্ধে চার্জশিটে দিলেই অযোগ্য হবে না, দোষী সাব্যস্ত হতে হবে।’ আরো বলেন, স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালেও এরকম একটা আইন হয়েছিল। তারা বলেছেন বিশেষ সময়ের অপরাধের শাস্তি নিশ্চিতে বিচার প্রক্রিয়ায় চার্জশিটকেই আমলে নিতে। সেটার সঙ্গে আমরা এগ্রি করেছি। অপরাধ সাব্যস্ত করতে গেলে আপিল টু আপিল দীর্ঘ সময় লেগে যাবে!

19 May 25 1NOJOR.COM

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য-একমত জামায়াত: আব্দুল্লাহ মো. তাহের

নিউজ সোর্স

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য-একমত জামায়াত

মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় চার্জশিট হলে সেই মামলার আসামিরা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন– জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।