কার্যক্রম শেষে ঢাকা ছাড়লেন ভারতীয় মেডিকেল টিম
নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া ও সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চার সদস্যের ভারতীয় মেডিকেল টিম বাংলাদেশে তাদের কার্যক্রম শেষ করে আজ (সোমবার) সন্ধ্যায় ভারতে ফিরে গেছেন। গত ২১ জুলাই ২০২৫ ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে এ টিমটি ২৩ জুলাই ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রমে অংশ নেয়।