গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে সহযোগী ৪৮টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতকরণ ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তাকারী করপোরেট প্রতিষ্ঠানগুলোর মানচিত্র তৈরি করে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছেন মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। এ কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খবর আল জাজিরা।