শেয়ার বিক্রি করবেন ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক
ব্যাংক এশিয়া পিএলসির উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসাইন ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার কাছে ব্যাংকটির ৩ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ২০৯টি শেয়ার রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এ শেয়ার বিক্রি করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।