স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ না হলে কঠোর হুঁশিয়ারি
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি আগামী বাজেটে ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখায় বর্তমান সরকারকে অভিনন্দন জানান তারা। বক্তারা বলেন, বিগত ৪০ বছর থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন থেকে তারা বেতনবিহীন শিক্ষার্থীদের পাঠদান করে আসলেও সরকার তাদের প্রতি বৈষম্য চালু রেখেছে। তারা বলেন, আগামী ১৫ আগস্টের মধ্যে ইবতেদায়ি মাদ্রাসাসমূহ জাতীয়করণসহ দাবি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা না হলে দেশের সব শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আগামী ১৭ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করবে।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।