২০২৫ সালের প্রথমার্ধ : এআই খাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যয় ছাড়িয়েছে ১৫ হাজার কোটি ডলার
বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশে একে অন্যকে পেছনে ফেলতে বিপুল অর্থ ব্যয় করছে। চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্টগুলো এআই খাতে ব্যয় করেছে ১৫ হাজার ৫০০ কোটি ডলার, যা যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, চাকরির ব্যবস্থা ও সমাজসেবা খাতে ব্যয় করা অর্থের চেয়েও বেশি। খবর দ্য গার্ডিয়ান।