ফের ভারতীয়দের শিকলে বেঁধেই ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক বিমানে করে অবৈধ ভারতীয়দের দ্বিতীয় ব্যাচকে শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু। এতে বলা হয়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পাঞ্জাবের অম্রিতসারের বিমানবন্দরে ১১৬ জন ভারতীয়কে বহনকারী মার্কিন সি-১৭ বিমানটি অবতরণ করে। তাদের মধ্যে ছিলেন দলজিত সিং নামে এক যুবক। তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে অম্রিতসারে আসার সময় তাদের হাত বাঁধা হয়েছিল এবং পায়ে শিকল পরানো হয়েছিল।