Web Analytics

আসন্ন ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৫’ উপলক্ষে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার‑উজ‑জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। সাক্ষাতের আগে অধ্যাপক ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বৈঠকে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য ও অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

21 Nov 25 1NOJOR.COM

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে ঢাকায় প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

নিউজ সোর্স

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, আজ সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে