নির্মাণের ৫ বছরেও চালু হয়নি প্রতিবন্ধীদের ২ হোস্টেল
হোস্টেল দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে পাঁচ বছরের আগে। তবে উদ্বোধন না হওয়ায় এখনো হোস্টেলগুলোর কার্যক্রম শুরু হয়নি। ব্যবহার না হওয়ায় প্রায় আড়াই কোটি টাকায় নির্মিত হোস্টেল দুটির আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, লোকবল নিয়োগ হলে শিগগিরই চালু হবে হোস্টেল দুটি।