ভোগান্তি নেই, স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ
প্রিয়জনের সঙ্গে গ্রামের বাড়িতে কোরবানির ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন মানুষ। আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে মহাসড়কগুলোতে যাত্রীদের চাপ দেখা গেছে। তবে যানজট না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয়নি কর্মস্থলমুখী যাত্রীদের। স্বাভাবিকের চেয়েও কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন বলে জানিয়েছেন তারা।