কেন সিন্ধুর পানির প্রবাহ বন্ধ করাকে ‘যুদ্ধ ঘোষণার সমান’ বলছে পাকিস্তান
ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) থেকে তাদের অংশগ্রহণ স্থগিত করেছে। গত মাসে কাশ্মীরের ভারত অধিকৃত অংশে এক হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এ হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে। এই ঘটনাকে ঘিরে দুই দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়, যা পরে যুদ্ধবিরতিতে গিয়ে থামে।