এপ্রিলে নির্বাচন ঘোষণায় রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন; প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যে গত বেশ কয়েকমাস ধরে অসন্তোষ জানিয়ে আসছিল এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণা করতে টালবাহানা করছেন বলে অভিযোগ তুলে তাদের সঙ্গে সুর মেলাচ্ছিল অন্যান্য আরও কয়েকটি দল। এ অবস্থায় পবিত্র ঈদুল আজহার আগের দিন শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বহু কাঙিক্ষত সেই সুনির্দিষ্ট সময় ঘোষণা করেন ড. ইউনূস।