Web Analytics

ঢাকা মেট্রোরেলে র‌্যাপিড পাস ও এমআরটি কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা আজ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। আগারগাঁও স্টেশনে সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন এ সেবার উদ্বোধন করেন। এখন থেকে যাত্রীরা rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব ধরনের এমএফএস ব্যবহার করা যাবে। রিচার্জ সম্পন্ন হলে স্টেশনের অ্যাড ভ্যালু মেশিনে (এভিএম) কার্ড ট্যাপ করলেই ব্যালেন্স সক্রিয় হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানিয়েছে, ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি এভিএম স্থাপন করা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে অ্যাপের মাধ্যমে রিচার্জ সুবিধা যুক্ত হবে। রিচার্জ বাতিলের ক্ষেত্রে সাত দিনের মধ্যে আবেদন করা যাবে, তবে ৫ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে। বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র‌্যাপিড পাস ও এমআরটি কার্ড ব্যবহার করছেন।

25 Nov 25 1NOJOR.COM

ঢাকা মেট্রোর র‌্যাপিড পাস ও এমআরটি কার্ডে অনলাইন রিচার্জ চালু করে যাত্রীদের সুবিধা বাড়ানো হয়েছে

নিউজ সোর্স

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ, চালু হচ্ছে আজ | আমার দেশ

আমার দেশ অনলাইন ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি কার্ড। আজ থেকে এ সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। এতে মেট্রোরেলে যাতায়াত হবে আরও নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন। আগারগাঁও স্টেশনে সকাল ১০টা ৪৫ মিনিটে এ সেবার উদ্বোধন করবেন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।