আগামী বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ ছুঁইছুঁই: আইএমএফ
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কিছুটা বাড়বে। একই সঙ্গে বর্তমানের নিম্নমুখী মূল্যস্ফীতির হার আরও বেড়ে যাবে। পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে আমদানি ব্যয় বেড়ে যাবে। ফলে সরকারের ডলারের হিসাবে বা বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি আরও বাড়বে। চলতি হিসাবের ঘাটতির মানে হচ্ছে সরকারের ডলার আয়ের চেয়ে খরচ বেশি হবে।