Web Analytics

ঘোষিত "জুলাই ঘোষণাপত্র ও সনদ" ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ না হলে ১ আগস্ট বিকাল ৩টায় ঢাকার শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, ফাঁস হওয়া খসড়া সনদে জাতির সংগ্রাম ও আত্মত্যাগের প্রকৃত প্রতিফলন নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থান, কোটা সংস্কার আন্দোলন, শ্রমজীবী মানুষ ও প্রান্তিক জনগণের লড়াইসহ নানা ঐতিহাসিক ঘটনা খসড়ায় উপেক্ষিত। এসব অন্তর্ভুক্তির দাবিতে ঢাকাসহ সারা দেশের মানুষকে শাহবাগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

31 Jul 25 1NOJOR.COM

জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশের দাবিতে ১ আগস্ট শাহবাগে গণজমায়েতের ডাক আপ বাংলাদেশের

নিউজ সোর্স

জুলাই ঘোষণাপত্র ও সনদের শুক্রবার শাহবাগে গণজমায়েতের ঘোষণা আপ বাংলাদেশের

জুলাই ঘোষণাপত্র ও সনদ আজ বৃহস্পতিবারের মধ্যে না হলে শক্রবার (১ আগস্ট) বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। প্লাটফর্মটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেছেন, ঢাকার সব নাগরিক ও দেশের মুক্তিকামী জনগণকে ওই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। শহীদ ওয়াসিম যেভাবে চট্টগ্রামের মানুষকে আহ্বান জানিয়েছিলেন 'চলে আসুন ষোলশহর'—আমরাও একইভাবে বলছি: ১ আগস্ট ‘চলে আসুন শাহবাগে’। এবার আমরা ঘোষণাপত্র ও সনদ আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।