Web Analytics

ভারতের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত ফয়সাল নাদিম ওরফে আবু কাতাল পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। অজ্ঞাত বন্দুকধারীরা ফয়সাল নাদিমের গাড়িতে গুলি চালিয়েছে। ২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলা চালানো লস্কর-ই-তৈয়বার এজেন্ট ছিলেন বলে এনআই চার্জশিট দাখিল করে। নাদিম পাকিস্তান-ভিত্তিক এজেন্ট ছিলেন বলে উল্লেখ করা হয়। দুই দিন ধরে চলা ঐ হামলায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হন। ২০০০ সালে কাতাল কাশ্মীরে তৎপর ছিল এবং পাক-অধিকৃত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে একাধিক হামলায় জড়িত ছিল।

Card image

নিউজ সোর্স

পাকিস্তানে গুলিতে নিহত জম্মু-কাশ্মীরে হামলার ‘মাস্টারমাইন্ড’ আবু কাতাল

ভারতের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত হাফিজ সাঈদের ভাগ্নে এবং দেশটিতে বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ হামলার এজেন্ট হিসেবে অভিযুক্ত ফয়সাল নাদিম ওরফে আবু কাতাল পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।