পাহাড়ে শান্তির পরিবেশ দেখে খুশি বিদেশি কূটনীতিকরা
তৃতীয়দিনের মতো মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে বান্দরবানের ঐতিহাসিক রাজারমাঠের বড় আয়োজন শেষ হয়েছে।
মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনে মৈত্রী পানি বর্ষণ ছিল তিনদিনের আনুষ্ঠানিকতা। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের তিনজন অ্যাম্বসেডর, প্রতিনিধিসহ মৈত্রী পানি বর্ষণে যোগ দেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ইইউ অ্যাম্বাসেডর মাইকেল মিলার, ইতালিয়ান অ্যাম্বাসেডর মিঃ আন্তোনিও আলেসান্দ্রো, নেদারল্যন্ডে দূতাবাসের প্রতিনিধি মিঃ আন্দ্রে কার্স্টেন্স উপস্থিত ছিলেন। পার্বত্য উপদেষ্টা বলেন, বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে তাই পাহাড়ের শান্তির পরিবেশ দেখাতে বিভিন্ন দেশের অ্যাম্বসেডরদের আমন্ত্রণ দেওয়া হয়। তারা ঘুরে আনন্দিত হয়েছেন। তিনি আরো বলেন পাহাড়ে বসবাসরত কেউ ক্ষুদ্র নয়, সবাই মানুষ। ইউরোপিয়ান অ্যাম্বাসেডরসহ অন্যান্যদের আমন্ত্রণ জানানোর জন্য সাংগ্রাই উৎযাপন কমিটি পার্বত্য উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। পাহাড়ের রঙিন সাংগ্রাই উৎসবে সম্প্রীতির মেলনমেলার মতো বাংলাদেশের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
বান্দরবানে মৈত্রী পানি বর্ষণের আয়োজনে পার্বত্য উপদেষ্টার সাথে ইইউ, ইতালি ও এবং নেদারল্যান্ডের কূটনীতিকরা
তৃতীয়দিনের মতো মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে বান্দরবানের ঐতিহাসিক রাজারমাঠের বড় আয়োজন শেষ হয়েছে।