আন্দোলনে গুলিতে স্কুলছাত্র নিহত, হাসিনাসহ ৩৬২ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে স্কুলছাত্র জুনাইদ ইসলাম রাতুল (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে ৩৬২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবা বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া ঘোনপাড়ার জিয়াউর রহমান গত ১৭ ফেব্রুয়ারি বিকালে সদর থানায় এ মামলা করেন।