কমছে না পেঁয়াজের ঝাঁজ, এখনো চড়া মাছের বাজার
নিত্যপণ্যের বাজারে আবারও বাড়ছে চাপ ভোক্তাদের ওপর। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো কমেনি দামের ঝাঁজ। পুরোনো পেঁয়াজের দামে চড়া ভাব বজায় রয়েছে। সয়াবিন তেলও বিক্রি হচ্ছে বাড়তি দামে। মাছের দামে বিশেষ কোনো পরিবর্তন নেই, এর দাম সব সময় বাড়তিই থেকে যায়।