ভরা মৌসুমেও রংপুরে চালের দাম ঊর্ধ্বমুখী
চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে মোটামুটি বোরো মৌসুম শেষ হয়েছে। এরই মধ্যে ধান বিক্রিও করেছেন কৃষক। এখন আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত রয়েছেন চাষীরা। বোরোর এমন ভরা মৌসুমেও রংপুরে চালের দাম বাড়ছে। এক মাসে সব ধরনের চালের দাম প্রতি কেজিতে ৪ টাকারও বেশি বেড়েছে।