Web Analytics

চলতি বছরের জুনে বোরো মৌসুম শেষ হলেও রংপুরে চালের দাম কেজিতে ৪ টাকার বেশি বেড়েছে। মোটা, মাঝারি ও সরু চালের দাম একযোগে বৃদ্ধিতে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। বাজার অস্থিরতার জন্য করপোরেট প্রতিযোগিতা ও মিল মালিকদের দায়ী করছেন ব্যবসায়ীরা, তবে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট কারণ মেলেনি। সরকার ধান-চাল সংগ্রহ ও ভর্তুকিমূল্যে বিক্রি অব্যাহত রাখলেও বাজার মনিটরিং দুর্বল থাকায় ভবিষ্যতে আরও মূল্যবৃদ্ধির শঙ্কা রয়েছে।

11 Jul 25 1NOJOR.COM

ভরা মৌসুমেও রংপুরে চালের দাম ঊর্ধ্বমুখী

নিউজ সোর্স

ভরা মৌসুমেও রংপুরে চালের দাম ঊর্ধ্বমুখী

চলতি বছরের জুনের প্রথম সপ্তাহে মোটামুটি বোরো মৌসুম শেষ হয়েছে। এরই মধ্যে ধান বিক্রিও করেছেন কৃষক। এখন আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত রয়েছেন চাষীরা। বোরোর এমন ভরা মৌসুমেও রংপুরে চালের দাম বাড়ছে। এক মাসে সব ধরনের চালের দাম প্রতি কেজিতে ৪ টাকারও বেশি বেড়েছে।