১০ বিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় নিলামে তারল্য বৃদ্ধি করবে আরবিআই
দীর্ঘমেয়াদি তারল্য সংকট মোকাবিলায় ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ১০ বিলিয়ন ডলারের USD-INR কেনা/বেচা মুদ্রা বিনিময় নিলাম পরিচালনা করবে। তিন বছর মেয়াদি এই নিলাম ২৮ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১০:৩০ থেকে ১১:৩০-এর মধ্যে অনুষ্ঠিত হবে। স্পট সেটেলমেন্ট হবে ৪ মার্চ ২০২৫ এবং ফার-লেগ সেটেলমেন্ট ৬ মার্চ ২০২৮। ব্যাংকিং খাতে তারল্য বৃদ্ধির লক্ষ্যে নেওয়া এই পদক্ষেপ নগদ অর্থপ্রবাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করবে।