Web Analytics

জিওপি নেতা রাশেদ খাঁন বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর রক্তাক্ত হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। এটি ‘মব’ নয়। রাশেদ বলেন, তারা বলেছে আমাদের উপর ‘মব’ হামলা হয়েছে। কিন্তু মব করেছে কারা? আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম, তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়। যদি মব হয়েই থাকে, তাহলে সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কয়েকজন সদস্য। সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। আমাদের কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে, ভেতরে ঢুকে নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে। এটাকে যদি মব বলা হয়, তবে সেই মব করেছে সেনাবাহিনী।

31 Aug 25 1NOJOR.COM

সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। যদি মব বলা হয়, তবে সেই মব করেছে সেনাবাহিনী: রাশেদ

নিউজ সোর্স

আইএসপিআরের বক্তব্য প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের

রাজধানীর বিজয়নগরে গণধিকার পরিষদের অফিসের সামনে সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা ঘটনাকে ‘মব’ বলতে নারাজ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এ সম্পর্কিত আইএসপিআরের দেয়া বিবৃতিটি প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ। যদিও এ প্রসঙ্গে সেই বিবৃতিতে ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মব ভায়োলেন্সের শিকার’— এমন কিছু সরাসরি বলা হয়নি। তবে বিবৃতির পাল্টা উত্তরে এমন মন্তব্যই করেছেন রাশেদ।