‘একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে’
জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জুলাই সনদে ধারাবাহিক সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকা জরুরি, কারণ এটি শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের ফল। তিনি জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন শুরু হয়, যা পরে গণঅভ্যুত্থানে রূপ নেয়। কিন্তু উপদেষ্টাদের দেওয়া খসড়া সনদে সেই ইতিহাস উপেক্ষা করা হয়েছে। রাশেদ খান বলেন, জুলাইকে সত্য ও সততার ভিত্তিতে রক্ষা করতে হবে, না হলে বিভক্তি তৈরি হবে।
জুলাই সনদে ধারাবাহিক সংগ্রামের প্রকৃত ইতিহাস থাকতে হবে। হাসিনার বিরুদ্ধে একটা দীর্ঘ সংগ্রামের শেষ পরিণতি লাভ করে জুলাই মাসে: রাশেদ খান
জুলাইকে সত্য ও সততার ওপর বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, মিথ্যা ও একপাক্ষিক ইতিহাস জুলাইয়ের শক্তিকে বিভক্ত করবে।