বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিলেন ৭ লেখক
আগেই জানানো হয়েছিল পুরস্কার প্রাপকদের নাম, সেই তালিকা নিয়ে ওঠে বিতর্কও। পুরস্কার ঘোষণা, স্থগিতের পর নতুন তালিকা প্রকাশ আলোচনার জন্ম দিয়েছিল। আলেচিত সেই ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ নিলেন সাত লেখক।
প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ অমর একুশে বইমেলায় সাতজন কৃতি লেখকের হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রথমে দশজন লৈখকের তালিকা ঘোষণা করা হলেও সমালোচনার মুখে আব্দুল হাননান ও ফারুক নওয়াজের পুরষ্কার বাতিল করা হয় এবং সেলিস মোরশেদ পুরষ্কার প্রত্যাখ্যান করেন। পুরস্কার গ্রহীতা সাতজন হলেন মাসুদ খান, শুভাশিস সিনহা, সলিমুল্লাহ খান, জি এইচ হাবিব, মুহম্মদ শাহজাহান মিয়া, রেজাউর রহমান ও সৈয়দ জামিল আহমেদ।
আগেই জানানো হয়েছিল পুরস্কার প্রাপকদের নাম, সেই তালিকা নিয়ে ওঠে বিতর্কও। পুরস্কার ঘোষণা, স্থগিতের পর নতুন তালিকা প্রকাশ আলোচনার জন্ম দিয়েছিল। আলেচিত সেই ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ নিলেন সাত লেখক।