Web Analytics

অশ্লীল নৃত্য ও মাদকের অবাধ আসর বসানোর অভিযোগ এনে কাপাসিয়ায় মঞ্চনাটক ‘আপন-দুলাল’ বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে সত্য নয় বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রাথমিকভাবে নাটকটি বন্ধ হওয়ার জন্য স্থানীয় পর্যায়ের সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এনেছেন ফারুকী। তাই এ ব্যাপারে সাংবাদিকদের কাছে সঠিক খবর তুলে ধরার অনুরোধ জানান তিনি। তিনি আহ্বান জানিয়েছেন দেশকে সহযোগিতা করার। উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, সংবাদে লেখা হলো স্টেজ খুলে নেওয়ার, কিন্তু আজ নাটক মঞ্চস্থ হওয়ার সময় আয়োজকরা বলেছেন, স্টেজ ঐ সময় তৈরি করাই হয়নি!'

Card image

নিউজ সোর্স

গাজীপুরে সেই নাটক মঞ্চস্থ, সাংবাদিকদের অনুরোধ ফারুকীর: সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না

অশ্লীল নৃত্য ও মাদকের অবাধ আসর বসানোর অভিযোগ এনে গাজীপুরের কাপাসিয়ায় মঞ্চনাটক ‘আপন-দুলাল’ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় মুসল্লিদের বিরুদ্ধে। এ নিয়ে বেশ কিছু গণমাধ্যমে খবর প্রচারিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে এরপরই বেরিয়ে আসে প্রকৃত সত্য। খোদ বিভাগীয় উপদেষ্টা জানান, প্রকাশিত খবর সত্য নয়। বরং নাটক বন্ধের কারণ অন্য। সেই সঙ্গে তিনি জানান, নাটকটি শনিবার মঞ্চস্থ হবে।