অশ্লীল নৃত্য ও মাদকের অবাধ আসর বসানোর অভিযোগ এনে কাপাসিয়ায় মঞ্চনাটক ‘আপন-দুলাল’ বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদকে সত্য নয় বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। প্রাথমিকভাবে নাটকটি বন্ধ হওয়ার জন্য স্থানীয় পর্যায়ের সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এনেছেন ফারুকী। তাই এ ব্যাপারে সাংবাদিকদের কাছে সঠিক খবর তুলে ধরার অনুরোধ জানান তিনি। তিনি আহ্বান জানিয়েছেন দেশকে সহযোগিতা করার। উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, সংবাদে লেখা হলো স্টেজ খুলে নেওয়ার, কিন্তু আজ নাটক মঞ্চস্থ হওয়ার সময় আয়োজকরা বলেছেন, স্টেজ ঐ সময় তৈরি করাই হয়নি!'