Web Analytics

শনিবার রাতে লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটির কারণে ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়। জানা গেছে, ট্রেনটি নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পরই সমস্যা দেখা দেয়। ট্রেনটির লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীরগতিতে চলতে থাকে। আবার কখনো থেমে যায়। লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরত সংশ্লিষ্টরা মোবাইল ফোনের টর্চ লাইটের আলো জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত নিয়ে আসেন। এ সময় বারবার হর্ন বাজানো হয়। প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির।

23 Jun 25 1NOJOR.COM

ইঞ্জিন ত্রুটির কারণে ঢাকা থেকে আখাউড়াগামী বেসরকারি ব্যবস্থাপনার তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়।

নিউজ সোর্স

মোবাইল ফোনের আলোয় চলল ট্রেন

লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটির কারণে ঢাকা থেকে আখাউড়াগামী বেসরকারি ব্যবস্থাপনার তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় এ ঘটনা ঘটে।