২০২৪-২৫ বিপণন বর্ষ : ব্রাজিলে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস কোনাবের
ব্রাজিলে জমি থেকে সয়াবিনের ফসল সংগ্রহ শেষ হয়েছে। দ্বিতীয় দফায় চলছে ভুট্টার ফসল কাটার কাজ। এর মধ্যে ২০২৪-২৫ বিপণন বর্ষে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস দিয়েছে ব্রাজিলের ন্যাশনাল সাপ্লাই কোম্পানি (কোনাব)। এ সময় ব্রাজিলে ৩৩ কোটি ৬১ লাখ টন শস্য উৎপাদন হতে পারে। এটি গত বছরের তুলনায় ৩ কোটি ৮৬ লাখ টন বা ১৩ শতাংশ বেশি। খবর ওয়ার্ড গ্রেইন ডট কম।