Web Analytics

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, যে সব সংস্কারগুলো আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক হবে, সেগুলো যেন এ সরকারের অধীনে বাস্তবায়ন করা হয়। আমরা সবাই যেন প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করি। সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দেই। তিনি বলেন, অনেকেই স্ব স্ব জায়গা থেকে আন্দোলন করেছিলেন। কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা ও প্রেক্ষাপট এমন ছিল, চাইলেও এ সমস্ত মানুষের ও আমাদের বেশি কিছু করার ছিল না। কিন্তু আমরা একটা প্রেক্ষাপট তৈরি করেছি জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১২৭টিতে একমত, ১৫টিতে দ্বিমত, ২৩টিতে আংশিকভাবে একমত বলে লিখিত মতামতে জানিয়েছে গণঅধিকার পরিষদ।

28 Apr 25 1NOJOR.COM

এই সরকারের অধীনেই ঐকমত্যে আসা সংস্কারের বাস্তবায়ন চান নূর

নিউজ সোর্স

এই সরকারের অধীনেই ঐকমত্যে আসা সংস্কারের বাস্তবায়ন চান নূর

সংস্কারের ক্ষেত্রে এই সরকার যেন ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দেয়। এবং ঐকমত্যে আসা সংস্কারের বাস্তবায়ন করে কমিশনের কাছে নিজের এমন চাওয়ার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।