ফুচকা খেয়ে অসুস্থ দুই শতাধিক, সেই বিক্রেতা আটক
যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থের ঘটনায় ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ।
যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থের ঘটনায় বুধবার রাতে ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা করা হয়েছে। ওসি শুভ্র প্রকাশ দাশ জানান, ঈদের দিন ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে মনির হোসেন নামের এই ব্যক্তি চটপটি ও ফুচকা বিক্রির অস্থায়ী একটি দোকান দেয়। বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খেয়ে গভীর রাত থেকে তারা পেটের ব্যথা, পাতলা পায়খানা, বমি ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। পরেরদিন রাত পর্যন্ত দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক অসুস্থের ঘটনায় ফুচকা বিক্রেতা মনির হোসেনকে আটক করেছে পুলিশ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।