শহীদ’ নিয়ে ‘ভুল-বোঝাবুঝি’ পরিষ্কার করলেন ফারুকী
মুসলিমদের ‘শহীদ’ ও অন্য ধর্মের যারা জুলাই-আগস্টে নিহত হয়েছেন তাদের ‘শহীদ’ মর্যাদা দেওয়া হবে না—এমন একটি গুঞ্জন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মুসলিমদের ‘শহীদ’ ও অন্য ধর্মের যারা জুলাই-আগস্টে নিহত হয়েছেন তাদের ‘শহীদ’ মর্যাদা দেওয়া হবে না—এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে। এ নিয়ে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, একটা ভুল-বোঝাবুঝি দেখা যাচ্ছে। পরিষ্কার করা দরকার মনে করছি। জুলাই অভ্যুত্থানে নিহত সবাইকে শহীদ আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, জুলাই জাদুঘরের সামনে যে প্রতীকী সমাধিস্থল বানানো হয়েছে সেখানে ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের হাতে প্রাণ হারানো সব শহীদের নাম চারপাশের বৃত্তাকার মার্বেলে উল্লেখ থাকবে। সব ধর্ম, লিঙ্গ, পেশা, বয়সের মানুষের নাম একই বৃত্তে থাকবে। আর বৃত্তের ভেতরে মুসলিম শহীদদের স্মরণে প্রতীকী কবর আর অন্য ধর্মের শহীদদের স্মরণে প্ল্যাক থাকবে। ফারুকী বলেন, মেমোরিয়ালের বাইরে থাকবে একটা দুই লাইনের কবিতা : ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন/সেই শহীদদের দখলে আজ রক্তখেকোর আবাসন’। লিখেছেন জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইনার, জাবির মালিহা নামলাহ। থ্যাংক ইউ।
মুসলিমদের ‘শহীদ’ ও অন্য ধর্মের যারা জুলাই-আগস্টে নিহত হয়েছেন তাদের ‘শহীদ’ মর্যাদা দেওয়া হবে না—এমন একটি গুঞ্জন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একনজর এর পরীক্ষামূলক বেটা সংস্করণ চলছে। যেকোন ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখার এবং আমাদের উন্নতির জন্য গঠনমূলক মতামত দেয়ার অনুরোধ জানাচ্ছি।