Web Analytics

রোববার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করে বিএসএফ। দুই বাহিনীর পতাকা বৈঠকের পর ওই দুই নারীকে ফেরত দিয়েছে তারা। ফেরত আসা নারীরা হলেন, মেয়ে জরিনা বেগম (৪২) ও শিউলী খাতুন। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের ১৯৪ বিএসএফের সুন্দরপুর কোম্পানি কমান্ডারের আহ্বানে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ আটককৃত দুই বাংলাদেশি নারীকে হস্তান্তর করেন।

Card image

নিউজ সোর্স

সীমান্তে আটক দুই নারীকে হস্তান্তর করল বিএসএফ

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবশেষে ওই দুই নারীকে ফেরত দিয়েছে তারা। রোববার সন্ধ্যায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর ওই দুই নারীকে ফেরত দেওয়া হয়।