অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায়।
বাবা ও মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ঢাকা ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ ১২ জনকে আসামি করা হয়েছে। আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য অভিযোগ স্বীকার করেন। তারা বলেন, বাড্ডা থানার তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নেন। নিশি ইসলাম বলেন, আমরা চাই আসামিদের শাস্তি হোক। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন বলে বাবাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আটকে রেখেছিলেন, আর নিশি ইসলামকে ছয় মাস কারাভোগ করতে হয়েছে।
বাবা ও দ্বিতীয় মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায়।