হোটেলে জায়গা নেই, জাহাজে থাকছেন অতিথিরা
ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের নিস্তব্ধ এক বন্দর শহর বেলেমে এখন জমজমাট পরিবেশ। জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩০) উপলক্ষ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার মানুষ সমবেত হয়েছেন এখানে। অথচ শহরটির হোটেল সক্ষমতা মাত্র ১৮ হাজার কক্ষের। ফলে শুরু হয়েছে থাক