Web Analytics

ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের বন্দর শহর বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০ উপলক্ষে প্রায় ৫০ হাজার অতিথি সমবেত হয়েছেন, যেখানে শহরটির হোটেল সক্ষমতা মাত্র ১৮ হাজার কক্ষ। এই সংকট মোকাবিলায় ব্রাজিল সরকার দুটি বিশাল ক্রুজ জাহাজ—কোস্টা ডায়াডেমা ও এমএসসি সিভিউ—কে ভাসমান হোটেলে রূপান্তর করেছে। নতুন ওতেইরো ক্রুজ টার্মিনালে নোঙর করা এই জাহাজগুলোতে প্রায় ১০ হাজার অতিথির থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রায় ৪ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ে নির্মিত টার্মিনালটি শহরের অবকাঠামো উন্নয়নেও ভূমিকা রাখছে। তবে পরিবেশবিদরা ডিজেলচালিত এসব জাহাজ ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এগুলো বিপুল জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ ঘটায়। কেউ কেউ এই অভিজ্ঞতাকে অনন্য মনে করলেও, অনেকে ছোট কেবিন ও দূরত্বজনিত অসুবিধার অভিযোগ করেছেন। বিতর্ক সত্ত্বেও, আপাতত এই ভাসমান হোটেলই বেলেমের একমাত্র সমাধান।

15 Nov 25 1NOJOR.COM

বেলেমে হোটেল সংকটে কপ৩০ অতিথিদের জন্য ক্রুজ জাহাজকে ভাসমান হোটেলে রূপান্তর

নিউজ সোর্স

হোটেলে জায়গা নেই, জাহাজে থাকছেন অতিথিরা

ব্রাজিলের অ্যামাজন অঞ্চলের নিস্তব্ধ এক বন্দর শহর বেলেমে এখন জমজমাট পরিবেশ। জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ৩০) উপলক্ষ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ৫০ হাজার মানুষ সমবেত হয়েছেন এখানে। অথচ শহরটির হোটেল সক্ষমতা মাত্র ১৮ হাজার কক্ষের। ফলে শুরু হয়েছে থাক

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।