Web Analytics

গাজা উপত্যকার ইসরাইলপন্থি সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান ইয়াসের আবু সাবাব নিহত হয়েছেন বলে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে। বেদুইন উপজাতির এই নেতা ২০২৩ সালে ইসরাইলের আগ্রাসনের সময় কারাগার থেকে পালিয়ে তেল আবিবের পক্ষে কাজ শুরু করেন। মাদক ও ত্রাণ চুরিসহ নানা অপরাধে অভিযুক্ত আবু সাবাব হামাসবিরোধী অবস্থান নেন। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর হামাস তাকে হত্যা বা গ্রেফতারের নির্দেশ দেয়। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, গাজায় হামাসবিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়েছে ইসরাইল, যার মধ্যে আবু সাবাবের সংগঠনও ছিল। যুদ্ধবিরতির পরও রাফাহে সংঘর্ষ অব্যাহত রয়েছে। আবু সাবাব সম্প্রতি তার বাহিনীকে ‘রাফাহ সন্ত্রাসীমুক্ত’ করার নির্দেশ দিয়েছিলেন। ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, তিনি আহত অবস্থায় দক্ষিণ ইসরাইলের সোরোকা হাসপাতালে মারা গেছেন, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তার মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়।

05 Dec 25 1NOJOR.COM

রাফাহে সংঘর্ষের মধ্যে নিহত ইসরাইলপন্থি গাজা নেতা ইয়াসের আবু সাবাব

নিউজ সোর্স

ইসরাইলের ‘দোসর’ ইয়াসের আবু সাবাব নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরাইলপন্থি সশস্ত্র গোষ্ঠী পপুলার ফ্রন্টের প্রধান নেতা ইয়াসের আবু সাবাব নিহত হয়েছেন। তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে তেল আবিবের পক্ষে কাজ করে আসছিলেন।
২০২৩ সালে ইসরাইল গাজায় আগ্রাসন শুরু করলে বেদুইন