‘বাংলাদেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতি ঠাঁই হবে না’
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না বলে জানিয়েছেন জিওপি নেতা আবু হানিফ। তিনি বলেন, বিশেষ পরিস্থিতির কারণে বাংলাদেশের ইতিহাসে জুন মাসে দুটি নির্বাচন হয়েছিল। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। এপ্রিলের আবহাওয়া, এসএসসি পরীক্ষা, রমজান মাস বিবেচনায় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারে। আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগের ঘটনায় কিশোরগঞ্জের এসপিসহ তিনজন ও ঢাকার একজন পুলিশ কর্মকর্তাকে শাস্তি হিসেবে প্রত্যাহার করা হয়েছিল। আমরা তখনই বলেছিলাম এই ঘটনায় মাঠ পর্যায়ে কেউ জড়িত নয় বরং সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত। অথচ তাদেরকে শাস্তি না দিয়ে চার পুলিশকে প্রত্যাহার করা হয়। তাদের শাস্তি বাতিল হোক!
বিশেষ পরিস্থিতির কারণে বাংলাদেশের ইতিহাসে জুন মাসে দুটি নির্বাচন হয়েছিল। কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি নেই। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারে: হানিফ
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে দখলদারিত্ব কিংবা পেশীশক্তির রাজনীতির ঠাঁই হবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।