সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট
সাভারে ইতিহাস পরিবহণের যাত্রীবাহী চলন্ত বাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নেয় ডাকাত দল। এ নিয়ে সাভারে সাম্প্রতিক তিনটি চলন্ত গাড়িতে ডাকাতির ঘটনা ঘটল।