ইউএসএআইডি নিয়ে ট্রাম্পের অভিযোগ, জয়শঙ্কর বলেন উদ্বেগজনক
ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে ‘উৎসাহ দেওয়ার লক্ষ্যে’ পরিচালিত দুই কোটি ১০ লাখ ডলারের একটি অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গণে চলছে নানা বিতর্ক। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।