কারফিউ অমান্য করায় লস অ্যাঞ্জেলেসে চলছে ‘গণগ্রেফতার’
লস অ্যাঞ্জেলেস পুলিশ মঙ্গলবার রাতে জানিয়েছে, অভিবাসী গ্রেফতারের বিরুদ্ধে কয়েকদিনের টানা বিক্ষোভের পর রাতভর কারফিউ জারির পর শহরের উপকণ্ঠে রাস্তায় লোক জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ‘গণগ্রেফতার’ চলছে। খবর বাসসের।