রপ্তানি-রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, দুই মাসে উদ্বৃত্ত ৪৮ কোটি ডলার
চলতি অর্থবছরের (২০২৫-২৬) বৈদেশিক লেনদেনে প্রথম দুই মাস অর্থাৎ জুলাই-আগস্টে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৮ কোটি ডলার, যা গত অর্থবছরের দ্বিগুণের বেশি। রপ্তানি ও রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকায়, চলতি হিসাবে পরিস্থিতির উন্নতি হয়েছে।