ঐতিহ্য ভেঙে সেন্ট প্যাট্রিক ডে’র অনুষ্ঠান বয়কট করবে আয়ারল্যান্ডের বিরোধী দল
আয়ারল্যান্ডের প্রধান বিরোধী দল সিন ফেইন ঘোষণা করেছে, তারা এই বছরের সেন্ট প্যাট্রিক’স ডে উপলক্ষে হোয়াইট হাউজের অনুষ্ঠানে অংশ নেবে না। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতিবাদেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে শুক্রবার আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে।