Web Analytics

আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এ প্রসঙ্গে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, এবারের স্বাধীনতা পদক একুশে পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যে কোনো ভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাই-বোন এর সত্যতা জানতে চেয়েছেন। তাদের সবার জন্য উত্তর- একটু অপেক্ষা করেন, পুরা তালিকাই জানতে পারবেন। আবরার ফাহাদকে স্বাধীনতা পদক কী বিবেচনায় দেওয়া হবে প্রসঙ্গে বলেন, আমার ব্যক্তিগত মত মুক্তিযোদ্ধা ক্যাটাগরি, কেননা আবরার সার্বভৌমত্বের ভ্যানগার্ড। এই সময় তিনি বলেন, জুলাইয়ের তরুণদের বুকে আবরার ফাহাদের হৃদস্পন্দন শুনতে পাবেন।

Card image

নিউজ সোর্স

স্বাধীনতা পদকে আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ: ফারুকী

আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক-২০২৫ পাচ্ছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা তৈরি হয়।