Web Analytics

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়ককে মারধর করেছে মঙ্গলবার। এতে আহতরা হলেন, আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি। ভুক্তভোগীদের দাবি, এ হামলায় জড়িত ফেনী কলেজ ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও তার সহযোগীরা। আহত সালমান জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফিরছিলেন তারা। ওই সময় জিল্লুরের নেতৃত্বে ছাত্রদলের ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। এনসিপি বলছে, আগেও জিল্লুরের বিরুদ্ধে সাংবাদিককে হত্যা হুমকির অভিযোগে রয়েছে।

08 May 25 1NOJOR.COM

ছাত্রদলের বিরুদ্ধে ৩ সমন্বয়ককে মারধরের অভিযোগ

নিউজ সোর্স

ছাত্রদলের বিরুদ্ধে ৩ সমন্বয়ককে মারধরের অভিযোগ

ফেনী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়ককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার সকালে ফেনী মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।