Web Analytics

‘জুলাই যোদ্ধা’ সংগঠনের আহ্বায়ক রায়হান অপু বলেন, আমি একজন গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা। গত বুধবার একটি বিধ্বস্ত পরিত্যক্ত পোড়া ভবন আমরা পরিষ্কার করেছি। যেটি ৫ আগস্টের আগে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে আমরা জানতাম। পরে আমাদের সংগঠনের ব্যানার সাটিয়ে দেই এবং ভবিষ্যৎ পরিকল্পনা মিডিয়ার সামনে তুলে ধরি। কিন্তু আমাদের সে কার্যক্রমকে অনেকেই নেতিবাচক ভাবে নিয়েছেন। তিনি বলেন, আমরা এ ভবনটি মোটেও দখলে নেয়নি। তবে যেহেতু আওয়ামীলীগ এর পার্টি অফিসটি খাস জমির ওপরে এবং এটা তারা সরকারী লিজের মাধ্যমে নিয়েছিলো, তাই এভাবে আমাদের ব্যানার লাগিয়ে অফিসে যাওয়াটা ঠিক হয়নি। আমরা ইতিমধ্যে আমাদের ব্যানারটা নামিয়ে ফেলেছি। আমরা পরবর্তীতে আইনি-প্রক্রিয়া মেনে তাদের লিজ বাতিল করে নতুন করে আমরা লিজ নেবার চেষ্টা করবো।

16 May 25 1NOJOR.COM

আ.লীগ কার্যালয়ে ব্যানার টানানো ভুল সিদ্ধান্ত ছিল: জুলাই যোদ্ধার আহ্বায়ক 

নিউজ সোর্স

RTV 15 May 25

আ.লীগ কার্যালয়ে ব্যানার টানানো ভুল সিদ্ধান্ত ছিল: জুলাই যোদ্ধার আহ্বায়ক

জুলাই যোদ্ধার ব্যানার সাটিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঠাকুরগাঁও জেলা পার্টি অফিসটি দখলে নেওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল বলে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে।