Web Analytics

ইসলামী আন্দোলনের নেতা রেজাউল করীম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারসহ অতীতের সরকারগুলো শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো খাতগুলোকে অবহেলা করে পরিবহণ ও যোগাযোগের মতো বাহ্যিক ও স্থূল উন্নয়নে উন্নয়ন বাজেটের বড় অংশ ব্যয় করেছে। ফলে দেশে ঝাঁ চকচক রাস্তা ও সেতু দেখা গেলেও তারুণ্য সম্পদের বদলে বোঝায় পরিণত হয়েছে এবং স্বাস্থ্যসেবায় মানুষকে নাকাল হতে হয়েছে। তিনি বলেন, বেদনার সঙ্গে দেখছি এই সরকারও অতীত পাপ প্রবাহকে জারি রাখছে। সরকারের প্রতি আহ্বান করব, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন বাজেট পুনঃপ্রস্তাব করুন। আরো বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দ করতে হবে যেন শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন, মানগত উন্নয়ন ও গবেষণা খাতে প্রবৃদ্ধি হয়।

19 May 25 1NOJOR.COM

স্বাস্থ্য-শিক্ষায় বরাদ্দ কমানো অভ্যুত্থানের চেতনাবিরোধী: চরমোনাই পির

নিউজ সোর্স

স্বাস্থ্য-শিক্ষায় বরাদ্দ কমানো অভ্যুত্থানের চেতনাবিরোধী: চরমোনাই পির

স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কমানো অভ্যুত্থানের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।