ট্রাইব্যুনালে মামলা হাসিনার সঙ্গে আসামি সাবেক আইজিপি মামুন
জুলাই-আগস্টে আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রসিকিউশনের পক্ষে তিনিই এদিন আবেদনের ওপর শুনানি করেন। আন্দোলন চলাকালে গুলিতে ঢাকার সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন নিহত হন। তার মৃত্যুর ঘটনায় করা মামলায় তিন আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।